Monday, May 20, 2024

সেকশন

English
Dhaka Tribune

নিয়োগ পেলেন নতুন সেনাপ্রধান

আগামী ২৪ জুন থেকে তার নিয়োগ কার্যকর হবে

আপডেট : ১০ জুন ২০২১, ০৫:২৮ পিএম

বাংলাদেশ সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আগামী ২৪ জুন থেকে তার নিয়োগ কার্যকর হবে।

বৃহস্পতিবার (১০ জুন) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ওয়াহিদা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে এস এম শফিউদ্দিন আহমেদকে নিয়োগের আগে জেনারেল পদে পদোন্নতি দেওয়া হবে। আগামী ২৪ জুন থেকে তার পদোন্নতি কার্যকর হবে। তার নিয়োগের মেয়াদকাল হবে তিন বছর। 

 প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে আগামী ২৪ জুন (২০২১) বিকাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে জেনারেল পদে পদোন্নতি প্রদানপূর্বক প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুযায়ী তিন বছরের জন্য সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হবেন।


About

Popular Links