Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

খুলনা করোনা হাসপাতাল: মৃতের সংখ্যা বেড়ে ৩০০

গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষিত নমুনার ৩৯% করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ

আপডেট : ১১ জুন ২০২১, ১০:৪২ এএম

খুলনার ১০০ শয্যা করোনা হাসপাতালে বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৮টা থেকে শুক্রবার (১১ জুন) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। ফলে হাসপাতালটিতে মৃতের সংখ্যা বেড়ে ৩০০ জনে দাঁড়িয়েছে। 

একই সময়ে হাসপাতালটিতে নতুন করে আরও আরও ৫৮ রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে হাসপাতালটির করোনা ইউনিটে বর্তমানে ১৪৩ জন রোগী ভর্তি আছেন। এছাড়া এ সময়ের মধ্যে ৩৭ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। 

করোনা হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার এসব তথ্য নিশ্চিত করেছেন। 

এদিকে, খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের পিসিআর ল্যাবের পরীক্ষায় একদিনে ১৪৮ জনের করোনাভাইরাস পজিটিভ এসেছে। 

পিসিআর ল্যাবের তথ্য অনুযায়ী খুলনা মেডিকেল কলেজ পিসিআর মেশিনে ৩৭৬ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়। যার মধ্যে ২৬৮ জন খুলনা মহানগরী ও জেলার। এর মধ্যে ১৪৮ জনের পজিটিভ এসেছে। যারমধ্যে খুলনা মহানগরী ও জেলার ১০৯ জন, বাগেরহাট ২৪ জন, যশোর ৬ জন, সাতক্ষীরা ৭ জন, নড়াইল জেলার ২ জন রয়েছে।

খুলনা মেডিকেল করেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডা. মো. মেহেদী নেওয়াজ বলেন, “এই ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৩৯ শতাংশ করোনা পজিটিভ বলে শনাক্ত হয়েছে। এটি এ ল্যাবের এ যাবৎকালের সর্বোচ্চ হার।”

এদিকে, গত বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ২০ হাজার ৩৯৫ জন এবং ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ হাজার ৯৮৯ জন। করোনাভাইরাসে আক্রান্তের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান বিশ্বে ৩২তম।

About

Popular Links