Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট

বাসে যাত্রীরা দীর্ঘ সময় বসে থাকতে থাকতে হাঁপিয়ে উঠছেন 

আপডেট : ১১ জুন ২০২১, ১২:৩৪ পিএম

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১১ জুন) ভোরে বঙ্গবন্ধু সেতু পূর্বপ্রান্ত থেকে পুংলী পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েছেন অসংখ্য যাত্রী ও চালকরা। এ ছাড়া ঢাকামুখী কাঁচামাল বহনকারী পরিবহনগুলোও পড়েছে বিপাকে। 

উত্তরবঙ্গের প্রবেশদ্বার এলেঙ্গা বাসস্ট্যান্ডে সরেজমিনে দেখা যায়, উত্তরবঙ্গগামী লেনে সারিবদ্ধভাবে গাড়ি দাঁড়িয়ে আছে। একটার পেছনে আরেকটি লেগে আছে। বাসে যাত্রীরা দীর্ঘ সময় বসে থাকতে থাকতে হাঁপিয়ে উঠছেন। 

এদিকে, মহাসড়কে যানজট থাকায় অনেক যানবাহন আঞ্চলিক সড়ক ব্যবহার করে চলাফেরা করছে। এতে এলেঙ্গা ভূঞাপুর সড়কের মোড়ে যানজট লেগেছে। 

এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসির আরাফাত বলেন, “গত রাত ৩টার দিকে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ৪নং ব্রিজের কাছে সড়ক দুর্ঘটনা ঘটে। এ ছাড়া সোমবার সন্ধ্যা থেকে বৃষ্টির কারণে মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় থেমে থেমে গাড়ি চলাচল করছে। সিরাজগঞ্জ অংশে মহাসড়কে যানজটের কারণে টোল আদায় দুই দফা আধা ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল। এর ফলে মহাসড়কে যানবাহনের আরও দীর্ঘ সারি সৃষ্টি হয়। যানজট নিরসনে মহাসড়কে পুলিশ কাজ করছে।”

   

About

Popular Links

x