দেশে গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু ও শনাক্ত কমেছে।
শনিবার (১২ জুন) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে আরও ৩৯ জন মারা গেছেন। এনিয়ে দেশে মোট মৃত্যু ১৩,০৭১ জনে দাঁড়ালো।
এছাড়া ১,৬৩৭ জনের শরীরে নতুন করে কোভিড শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত ৮ লাখ ২৪ হাজার ৪৮৬ জনে পৌঁছেছে।
গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৫৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ছিল ১৪. ১২%।
এর আগে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর জনায়, ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু হয় ৪৩ জন এবং আক্রান্ত হন ২,৪৫৪ জন।