বাংলাদেশ থেকে পাট নিতে আগ্রহী ইরান। বিনিময়ে জ্বালানী হিসেবে তেল দিতে চায় দেশটি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করে ইরানের রাষ্ট্রদূত আব্বাস ভেইজি দেহনাভি পাট নিয়ে মধ্যপ্রাচ্যের দেশটির আগ্রহের বিষয়টি জানান।
গণভবনে অনুষ্ঠিত ওই বৈঠকের পর আলোচনার বিষয়বস্তু সম্পর্কে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের অবহিত করেন। রাষ্ট্রদূত পণ্য বিনিময় বাণিজ্যের উপর জোর দিয়েছেন জানিয়ে ইহসানুল করিম বলেন, “ইরান পাট নিতে চায়। তার বিনিময়ে অপরিশোধিত তেল দিতে চায়।”
প্রসঙ্গত বাংলাদেশের পাটের সুনাম থাকলেও, মাঝখানে বৃহৎ এই খাতে বাঁধা সৃষ্টি হয়।
অন্যদিকে ইরান বিশ্বের ৭ম বৃহত্তম জ্বালানি তেল রফতানিকারক দেশ। বৈশ্বিক অপরিশোধিত তেলের বাজারের ৪.৮% দেশটির দখলে।
প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানের রাষ্ট্রদূত দেহনাভি দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর কথাও বলেন। এ ছাড়াও ইহসানুল করিম বলেন, “রোহিঙ্গা সঙ্কটে বাংলাদেশের অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে ইরানের রাষ্ট্রদূত মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর পক্ষেও মত দিয়েছেন।”