বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বিতর্কিত সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ রবিবার (১৩ জুন) শেষ কর্মদিবসেও ক্যাম্পাসে অনুপস্থিত ছিলেন।
তবে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চার বছর দায়িত্ব পালনকালে তাকে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সাবেক এ উপাচার্য।
এদিকে উপাচার্যের বিদায় উপলক্ষে রবিবার (১৩ জুন) রাত ৮টার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আতশবাজি ফুটিয়ে ও মিষ্টি বিতরণ করে উল্লাস করেছে শিক্ষার্থীরা।
উল্লাসে অংশ নেওয়া কায়ছার হামিদ নামে এক শিক্ষার্থী একটি অনলাইন সংবাদপত্রের বরাত দিয়ে জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অবশেষে কলিমউল্লাহ মুক্ত হলো। আর এই খুশিতেই আমরা মিষ্টি বিতরণ করছি।
উল্লেখ্য, ২০১৭ সালের ১ জুন বেরোবির উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন কলিমউল্লাহ। চার বছর দায়িত্ব পালনকালে ২৪০ কর্মদিবস উপস্থিত আর ১ হাজার ২০৭ কর্মদিবসই অনুপস্থিত ছিলেন তিনি।