চিত্রনায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার নাসির উদ্দিন মাহমুদকে একজন ভাল লোক বলে সাফাই গেয়েছেন জাতীয় পার্টির সিনিয়র সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু।
মঙ্গলবার (১৫ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২১-২২ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে চুন্নু তার দলের প্রেসিডিয়াম সদস্য নাসিরউদ্দিনকে “ভালো লোক“ বলে অভিহিত করেন।
গণমাধ্যমের প্রতি অনুরোধ রেখে চুন্নু বলতে শুরু করেন, “তিনি একজন ভালো মানুষ, অনেক সময় দেখা যায় কোন মানুষ দোষী হওয়ার আগে মিডিয়ায় প্রচার হওয়ার কারণে ...... আমি সরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করবো...“ কিন্তু নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় মাইক অফ হওয়াতে তিনি তার কথা শেষ করতে পারেননি।
পরীমণির মামলায় গ্রেফতার নাসির উদ্দিন আহমেদ একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনি জাতীয় পার্টির একজন প্রেসিডিয়াম সদস্য।
পরীমণি অভিযোগ করেন গত ৬ জুন উত্তরায় ঢাকা বোট ক্লাবে নাসির তাকে “ধর্ষণের চেষ্টা“ করেন। এ সময়ে তাকে শারীরিকভাবে আঘাতও করেন নাসির।
সোমবার সংসদে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ পরীমণির ঘটনায় বিচার দাববি করেন।
মঙ্গলবার বিএনপির আরেক সংসদ সদস্য রুমিন ফারহানা মামলা হওয়ার পরপরই আসামি গ্রেফতার হওয়ায় পরীমণিকে “ভাগ্যবতী“ বলেন।