Friday, May 24, 2024

সেকশন

English
Dhaka Tribune

বঙ্গবন্ধু ইয়ুথ আর্ট কম্পিটিশন এর মাসব্যাপী প্রর্দশনী শুরু ১৭ জুন

২০১৯ সালের ২৫ ডিসেম্বর বাংলাদেশকে ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০ ঘোষণা করে

আপডেট : ১৫ জুন ২০২১, ১১:৪৫ পিএম

ওআইসি (ইসলামী সহযোগিতা সংস্থা)-র অন্তর্ভুক্ত বিশ্বের ৫৭টি দেশসহ তরুণশিল্পীদের শিল্পকর্ম নিয়ে বাংলাদেশে শুরু হওয়া “ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০-২০২১: বঙ্গবন্ধু ইয়ুথ আর্ট কম্পিটিশন”এর মাসব্যাপী প্রদর্শনী আগামী ১৭ জুন থেকে শুরু হবে।

বাংলাদেশ, এশিয়া ও বিশ্বের  অন্যান্য দেশসমূহ এই তিন অঞ্চল থেকে চারটি ক্যাটাগরিতে ১০০টি শিল্পকর্ম নিয়ে এই প্রর্দশনী অনুষ্ঠিত হবে বলে আজ (১৫ জুন) বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানানো হয়।

শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী ও একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরেন। 

ওআইসি এবং ইস্তাম্বুল ভিত্তিক ইসলামিক সহযোগিতা যুব ফোরাম (আইসিওইএফ) ২০১৯ সালের ২৫ ডিসেম্বর বাংলাদেশকে ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০ ঘোষণা করে। যুব খাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসনীয় নেতৃত্বের জন্য এই স্বীকৃতি দেওয়া হয়। এবং এর অংশ হিসেবে বঙ্গবন্ধু ইয়ুথ আর্ট কম্পিটিশন এর আয়োজন করা হয়।

About

Popular Links