Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

ভ্যাক্সিনের প্রথম ডোজ দেওয়া শুরু ১৯ জুন

১৯ জুন থেকে আবারও টিকা কার্যক্রম শুরু হবে। সিনফার্ম এবং ফাইজারের টিকা দিয়ে এই কার্যক্রম চলবে

আপডেট : ১৬ জুন ২০২১, ০৪:৫৩ পিএম

দেশে আবারও করোনাভাইরাসের প্রথম ডোজের টিকা দেওয়া শুরু হচ্ছে আগামী ১৯ জুন থেকে। ওই দিন থেকে সিনোফার্মের এবং ফাইজারের টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। বুধবার (১৬ জুন) স্বাস্থ্য বুলেটিনে তিনি এই তথ্য জানান।

 ডা. নাজমুল জানান, ১৯ জুন থেকে আবারও টিকা কার্যক্রম শুরু হবে। সিনোফার্ম এবং ফাইজারের টিকা দিয়ে এই কার্যক্রম চলবে। ফাইজারের টিকা দেওয়া হবে কেবল ঢাকার চারটি কেন্দ্রে। এগুলো হচ্ছে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এ ক্ষেত্রে যারা আগে নিবন্ধন করেও প্রথম ডোজ টিকা পাননি তারা অগ্রাধিকার পাবেন। যারা আগে এসএমএস পেয়েও টিকা দিতে পারেননি তদের অগ্রাধিকার থাকবে বেশি।

 তিনি আরও জানান, মঙ্গলবার (১৫ জুন) পর্যন্ত ৩৭টি জেলায় সিনোফার্মের টিকা পৌঁছে গেছে।

 এর আগে সোমবার (১৪ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বিসিপিএস মিলনায়তনে তার মায়ের মৃত্যুতে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের জানান, ১৯ জুন থেকে আবার প্রথম ডোজ টিকা দেওয়া শুরু হবে।

About

Popular Links