Tuesday, June 24, 2025

সেকশন

English
Dhaka Tribune

দিনাজপুরে লকডাউনের ৫ম দিনে ৩ জনের মৃত্যু

এ নিয়ে  জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৫০ জনে

আপডেট : ১৯ জুন ২০২১, ১১:০৩ এএম

দিনাজপুরে লকডাউনের  ৫ম দিনে ২৪ ঘন্টায় ৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।  শনাক্তের হার ৪৭ দশমিক ১০ সতাংশ।

২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৩৮ টি। শনাক্ত হয়েছে ৬৫ টি। এর মধ্যে সদরেই রয়েছে ৫৫ জন। এ নিয়ে  জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৫০ জনে। বর্তমানে জেলায় মোট করোনা রোগী রয়েছে ৯৩৪ জন। 

দিনাজপুর সদরে লকডাউনে ৭টি পয়েন্টে পুলিশ,বিজিবি এবং আনসার সদস্যরা তল্লাশী সহ সার্বিক দায়িত্ব পালন করছেন। স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন আলাদা আলদা ভাবে পর্যবেক্ষণ করছেন। তবে সাধারণ মানুষ লকডাউন মানছেন না।অকারণেই বাড়ির বাইরে বের হচ্ছেন অনেকেই। প্রধান সড়ক ছাড়াও পাড়া-মহল্লায় সব ধরনের যান চলাচল করছে। খেটে খাওয়া মানুষ লকডাউনে কাজ হারিয়ে বিপাকে পড়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজে ১০০ শয্যার কোভিড হাসপাতালে চিকিৎসা দিতে ডাক্তার ও নার্সরা হিমশিম খাচ্ছে। রোগীর সংখ্যাও বেড়েছে অনেক গুণ। ‍দিনাজপুরে আইসিইউ ও সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থাও অপ্রতুল।

   
Banner

About

Popular Links

x