Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে

আপডেট : ১৯ জুন ২০২১, ১১:৪৫ এএম

রাজধানীর ধানমন্ডিতে সড়ক দুর্ঘটনায়  বশির উদ্দিন তালুকদার (৪৪) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ জুন) ভোরে ধানমন্ডি ৭ নম্বর সড়কে তাকে গুরতর আহতাবস্থায় পাওয়া যায়। এরপর তাকে উদ্ধার করে পাশের একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত বশির উদ্দিন তালুকদারের বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলায়। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার ফারুক হোসেনের বডিগার্ড হিসেবে দায়িত্ব পালন করতেন।

ধারণা করা হচ্ছে, শুক্রবার (১৮ জুন)  রাতে বাইসাইকেল চালিয়ে মিরপুরের দিকে যাওয়ার সময় কোনো যানবাহন তাকে চাপা দেয়।  

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ বিশ্বাস জানান,আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। পুলিশ দ্রুতই ঘাতক গাড়িটি এবং দুর্ঘটনার কারণ শনাক্তের চেষ্টা করছে বলে জানান পলাশ বিশ্বাস।

   

About

Popular Links

x