রাজধানীর কদমতলী এলাকা থেকে মা-বাবা-মেয়েসহ একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ জুন) দুপুর সাড়ে বারোটায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। এসময় আরও দুই জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় পুলিশ। কদমতলী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, জ্যোৎস্না ওরফে মৌসুমী (৪৫), স্বামী মাসুদ রানা (৫০), মেয়ে জান্নাত (১৮)। এসময় শফিকুল ইসলাম ও তার মেয়েকেও (৫) অচেতন অবস্থায় পাওয়া যায়।
হাসপাতালে চিকিৎসারত শফিকুল ইসলাম বলেন, “শুক্রবার রাতে শ্বশুরবাড়িতে যাই। আমার স্ত্রী, তার মা-বাবা ও বোনসহ মেয়ে ও আমাকে খাবারের মধ্যে চেতনানাশক কোন ঔষধ খাওয়ায়।”
স্ত্রীর সঙ্গে তার পরিবারের বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল, তার জের ধরে এ ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে বলেও আশঙ্কা করছেন স্বামী শফিকুল।
এএসআই আব্দুস সালাম জানান, কদমতলী এলাকার মুরাদপুর থেকে নিহত ওই তিন জনের মরদেহ, সঙ্গে অচেতন আরও দুজনকে ঢামেকে নেওয়া হয়েছে। বর্তমানে অচেতন দুইজন চিকিৎসাধীন আছে।