বগুড়া শহরে একটি ট্রাক থামিয়ে সেটি থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় চারজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)
শনিবার (১৯ জুন) ভোরে শহরের তিনমাথা এলাকায় মাদকবিরোধী এক অভিযান চলাকালে গাঁজাসহ ওই চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১৩ হাজার ৯০০ টাকাসহ ট্রাকটি জব্দ করেছে র্যাব।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হিরারকুটি গ্রামের হাবিবুর রহমান (৩৪), একই উপজেলার ধনী পাগলা গ্রামের ইলিয়াসুর রহমান (৪০), দক্ষিণ ওয়াপদার নুর নবী মিয়া (৪৭) ও শিংগিলভিটি গ্রামের আহাতাব আলীর ছেলে সিরাজুল ইসলাম (৩০)।
র্যাব জানিয়েছে, চারজনের বিরুদ্ধে র্যাবের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। তাদের বগুড়া সদর থানায় পাঠানো হয়েছে।
র্যাব-১২ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে জানান, মাদকের একটি বড় চালান আসছে এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৮ জুন) মধ্যরাতে শহরের তিনমাথা এলাকায় চেকপোস্ট বসায় র্যাব।পরে শনিবার ভোরে প্রচণ্ড বৃষ্টির মধ্যে একটি ট্রাক থামিয়ে তল্লাশি করা হলে ট্রাকের ডালার ভিতরে ৬০ কেজি গাঁজা পাওয়া যায়।
র্যাব কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা দেশের বিভিন্ন স্থানে গাঁজার বড় বড় চালান সরবরাহ করে আসছিলেন বলে জানিয়েছেন।