সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও একজন আহত হবার ঘটনা ঘটেছে।
রবিবার (২০ জুন) গভীর রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড ও আশুলিয়ার নিরিবিলি এলাকায় এই দু’টি সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়,ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা মেরামত করার জন্য কয়েকদিন আগে রাস্তায় গর্ত করে সড়ক ও জনপথ বিভাগ। কিন্তু মেরামত শেষ না হওয়ায় মহাসড়কে যানজটের পাশাপাশি ওই স্থানে গত কয়েকদিনে পাঁচটি দুর্ঘটনা ঘটে।
সর্বশেষ রাতে ওই স্থানে একটি ট্রাক গর্তে পড়ে এক চালক নিহত হয়। এসময় আহত হয় চালকের সহকারী। অপরদিকে রাস্তা পার হওয়ার সময় ঢাকা আরিচা মহাসড়কের আশুলিয়ার নিরিবিলি এলাকায় অজ্ঞাত এক নারী গাড়ি চাপায় নিহত হন।
খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেছে বলে জানিয়েছে সাভার হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম।