Saturday, June 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

রামেক করোনা ইউনিট: ২০ দিনে ২০০ মৃত্যু ছাড়ালো

রবিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটের ৩০৯ বেডের বিপরীতে ভর্তি আছেন ৩৭৭ জন

আপডেট : ২০ জুন ২০২১, ১০:৪৯ এএম

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। সেই সঙ্গে বাড়ছে রোগীর সংখ্যাও। প্রতিদিনই গড়ে ১০ জনের মৃত্যু হচ্ছে। এতে করে রামেক হাসপাতালের করোনা ইউনিটে গত ২০ দিনে ২০৩ রোগীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ জুন) সকাল ৮টা থেকে রবিবার (২০ জুন) সকাল ৮টার মধ্যে বিভিন্ন সময় এ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ জন করোনা পজিটিভ ছিলেন। অন্য ৯ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রবিবার সকাল এসব তথ্য নিশ্চিত করে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় যেসব রোগী মারা গেছেন। তাদের মধ্যে রাজশাহীর ৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন ও নওগাঁর ১ জন। এ নিয়ে এ মাসের গত ২০ দিনে (১ জুন থেকে ২০ জুন সকাল ৮টা পর্যন্ত) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ২০৩ জন। এর মধ্যে শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১০৬। বাকিরা মারা যান উপসর্গ নিয়ে। এদের নমুনা পরীক্ষার পর দুই-একজন ছাড়া সবারই কোভিড পজিটিভ এসেছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ জন। এর মধ্যে রাজশাহীর ৩৫ জন, চাঁপাইনবাবগঞ্জ  জেলার ৯, নাটোরের ৩, নওগাঁর ৬ ও পাবনার ১ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৮। রবিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটের ৩০৯ বেডের বিপরীতে ভর্তি আছেন ৩৭৭ জন। আগের দিন ভর্তি ছিলেন ৩৬৫ জন।

   

About

Popular Links

x