Saturday, June 14, 2025

সেকশন

English
Dhaka Tribune

পুত্রবধূর অভিযোগ, শ্বশুর তাকে ধর্ষণ করেছে

গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে

আপডেট : ২০ জুন ২০২১, ০৭:১৪ পিএম

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে পাচু শেখ (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৯ জুন) রাতে তাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্র জানায়, ওই গৃহবধূর ঘরে ঢুকে ১২ জুন রাত ১০টার দিকে ধর্ষণ করেন পাচু শেখ। এ ঘটনায় শনিবার রাতে পুত্রবধূ বাদী হয়ে শ্বশুর পাচু শেখের নামে মামলা করেন। পরে রাতেই তাকে গ্রেফতার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা স্থানীয় ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

এ প্রসঙ্গে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল আলম বলেন, গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

   

About

Popular Links

x