Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার কোভিড আক্রান্ত

চিকিৎসাধীন মাহবুব তালুকদার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব

আপডেট : ২০ জুন ২০২১, ০৯:১৮ পিএম

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে

রবিবার (২০ জুন) মাহবুব তালুকদারের একান্ত সচিব মো. এনাম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

চিকিৎসাধীন মাহবুব তালুকদার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব।

জানা গেছে, গতকাল শনিবার রাতে মাহবুব তালুকদারের জ্বর আসে। তাপমাত্রা বেশি এবং শারীরিক অবস্থা খারাপ হওয়ায় রাতেই তাকে হাসপাতালের ভর্তি করা হয়। পরে তার করোনাভাইরাস শনাক্ত হয়।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন মাহবুব তালুকদার। মুজিবনগর সরকারের তথ্য মন্ত্রণালয়ের চাকরিতে যোগ দেন তিনি। তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গেও যুক্ত ছিলেন। ১৯৭২ সালের ২৪ জানুয়ারি রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরীর সময়ে উপসচিবের পদমর্যাদায় রাষ্ট্রপতির স্পেশাল অফিসার নিযুক্ত হন। রাষ্ট্রপতি মোহাম্মদউল্লাহর সময়ে তিনি তার জনসংযোগ কর্মকর্তা ছিলেন। একসময়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকও ছিলেন তিন।

২০১৭ সালে নির্বাচন কমিশনারের দায়িত্বে আসেন মাহবুব তালুকদার।

About

Popular Links