Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

শেখ হাসিনাকে মোদির চিঠি

চিঠিতে মোদি উল্লেখ করেন, যোগের একটি সহজাত শক্তি রয়েছে মানুষকে যুক্ত করার

আপডেট : ২০ জুন ২০২১, ১১:১০ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামীকাল (২১ জুন) আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এ চিঠি পাঠিয়েছেন মোদি।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লেখা চিঠিটি আজ রবিবার ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে হস্তান্তর করা হয়েছে।

চিঠিতে মোদি উল্লেখ করেন, যোগের একটি সহজাত শক্তি রয়েছে মানুষকে যুক্ত করার। সম্প্রদায়, রোগ প্রতিরোধ ও ঐক্য—এই তিনের জন্যই উপকারী যোগব্যায়াম। এটি এমন একটি উদ্যোগ, যা মানুষের শারীরিক সক্ষমতার পাশাপাশি সুস্থতার প্রতিও গুরুত্ব দেয়।

ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আন্তর্জাতিক যোগ দিবসের এবারের প্রতিপাদ্য “সুস্থতার জন্য যোগ”, যা বর্তমান সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক। শরীরের পাশাপাশি যোগব্যায়াম মনের জন্যও বেশ উপকারী।’

“প্রতিকূলতার মধ্যেও আমাদের কোভিড-১৯ যোদ্ধারা উল্লেখযোগ্যভাবে এই মহামারির বিরুদ্ধে লড়াই করেছেন। আমার বিশ্বাস, মানবজাতি শিগগিরই এই মহামারি কাটিয়ে উঠবে,”চিঠিতে লিখেছেন মোদি।

করোনাভাইরাসের সংক্রমণ অব্যাহত থাকায় গত বছরের মতো এবারও আন্তর্জাতিক যোগ দিবস ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হবে ভারতীয় হাইকমিশন জানিয়েছে। কাল সোমবার সকাল সাড়ে সাতটায় ঢাকায় ভারতীয় হাইকমিশনের উদ্যোগে এ অনুষ্ঠান হবে।

প্রসঙ্গত, ২০১৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকেই বিশ্বব্যাপী সাড়ম্বরে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়ে আসছে।

   

About

Popular Links

x