Saturday, June 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

পুকুরে ডুব দিয়ে আর উঠলো না কিশোর

সোমবার দুপুরে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের পাকুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে

আপডেট : ২১ জুন ২০২১, ০৪:০৭ পিএম

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে এক মানসিক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। 

সোমবার (২১ জুন) দুপুরে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের পাকুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোর একই গ্রামের জয়নুদ্দিনের ছেলে নাজমুল (১৬)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলার নাগবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাকসুদুর রহমান মিল্টন সিদ্দিকী বলেন, দুপুরে নাজমুল স্থানীয় কয়েকজন কিশোরদের সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে নাজমুল পুকুরে ডুব দিয়ে পানি থেকে আর না ওঠায় তার পরিবারের লোকদের খবর দেওয়া হয়। পরে পুকুরে নেমে খোঁজাখুঁজির একপর্যায়ে নাজমুলকে মৃত অবস্থায় উদ্ধার করে তার পরিবার।

   

About

Popular Links

x