Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

খুলনায় আরও ৯ মৃত্যু, শনাক্ত ৪২%

গত ২৪ ঘন্টায় জেলাটিতে ৬২৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে, এতে শনাক্ত হয়েছেন ২৬৮ জন

আপডেট : ২২ জুন ২০২১, ০৩:৪১ পিএম

খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৯জন কোভিড পজিটিভ হয়ে মারা গেছেন। গত ২৪ ঘন্টায় জেলাটিতে এ ভাইরাস শনাক্তের হার ৪২%।

মঙ্গলবার (২২ জুন) খুলনা সিভিল সার্জন অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. সাদিয়া মনোয়ার উষা বলেন, “গত ২৪ ঘন্টায় খুলনায় ৬২৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্ত হয়েছেন ২৬৮ জন। আক্রান্তের হার ৪২%। এ সময়ে ৯ জনের মৃত্যু হয়েছে।”

এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ১ জন ও ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১ জন রয়েছেন বলেও জানান তিনি।

About

Popular Links