Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

নিহতরা সবাই ইটভাটার শ্রমিক। রাতে কাজ শেষে বাড়িতে ফেরার পথে ঘাতক ট্রাকটি তাদের চাপা দেয়

আপডেট : ২৩ জুন ২০২১, ০২:০৬ পিএম

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার রসুলপুর এলাকায় ময়মানসিংহ-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত ও ১ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২২জুন) রাতে এ ঘটনা ঘটে।

হতাহতরা সবাই মুক্তাগাছার চারিপাড়া গ্রামের বাসিন্দা। নিহতরা হলেন মোটরসাইকেল আরোহীরা হলেন মৃত রশিদের ছেলে সেলিম (৩০), একই গ্রামের কাশেম আলীর ছেলে সবুজ (২৩), লালমিয়ার ছেলে অন্তর (১৮)। আহত একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুক্তাগাছা থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, নিহতরা সবাই ইটভাটার শ্রমিক। রাতে কাজ শেষে বাড়িতে ফেরার পথে ঘাতক ট্রাকটি তাদের চাপা দেয়।এতে সেলিম ঘটনাস্থলেই এবং বাকী দুইজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘাতক ট্রাক ও তার চালককে আটক করা হয়েছে বলে জানান তিনি।

About

Popular Links