Friday, May 24, 2024

সেকশন

English
Dhaka Tribune

কোভিড: দেশে আরও ৮১ মৃত্যু, শনাক্ত ৬,০৫৮

দেশে মোট মৃতের সংখ্যা ১৩,৮৬৮ জনে  এবং মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৭২ হাজার ৯৩৫ জনে

আপডেট : ২৪ জুন ২০২১, ০৫:০৮ পিএম

দেশে ২৪ ঘণ্টায় আরও৮১ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩,৮৬৮ জন। অন্যদিকে, একইসময়ে শনাক্ত হয়েছেন ৬,০৫৮ জন। ফলে মোট শনাক্তের সংখ্যা ৮ লাখ ৭২ হাজার ৯৩৫ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন)  স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০,৩৯১ টি। শনাক্তের হার ১৯.৯৩%।

নতুন করে কোভিড থেকে সুস্থ হয়েছেন ৩,২৩০ জন। মোট সুস্থ হয়েছেন ৭,৯৪,৭৮৩ জন। সুস্থতার হার ৯১.০৫%। মৃত্যুর হার ১.৫৯%।

এর আগে বুধবার স্বাস্থ্য অধিদপ্তর জনায়, ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৮৫ জন মারা গেছেন। এছাড়া ৫ হাজার ৭২৭ জন আক্রান্ত হয়েছেন।

বিশ্ব পরিস্থিতি

মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্ত ও মৃত্যু অব্যাহত রয়েছে। টিকাদান কার্যক্রম জোরদার করা হলেও, বেশকিছু দেশে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে কোভিডে মোট মৃতের সংখ্যা ৩৮ লাখ ৯০ হাজার ১৫২ জন।

এছাড়া একই সময়ে আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ৯৫ লাখ ৩০ হাজার ৫৯২ জনে দাঁড়িয়েছে।


About

Popular Links