Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

স্বরাষ্ট্রমন্ত্রী: যত্রতত্র পশুর হাট নয়

এসময় স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট তৈরির ওপর এবং অনলাইনে কেনাকাটার ওপরও উৎসাহিত করেন তিনি

আপডেট : ২৪ জুন ২০২১, ০৬:১১ পিএম

যত্রতত্র পশুর হাট যেন তৈরি না হয় সে বিষয়টি  সিটি করপোরেশনকে দেখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বৃহস্পতিবার (২৪ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, “পশুর হাট যেন যত্রতত্র না হয় সেটি সিটি করপোরেশন দেখবে। পশুর হাটে পুলিশ টিম থাকবে। স্বাস্থ্যবিধি মেনে যেন পশুর হাট হয় এবং অনলাইনে কেনাকাটা উৎসাহিত করা হবে।”

আসাদুজ্জামান বলেন, “ঈদ সামনে রেখে কোথাও যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী নিরবচ্ছিন্ন দায়িত্ব পালন করবে।”

কুরবানির পশুর চামড়া পাচার বন্ধে বর্ডারে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে বলেও জানান মন্ত্রী।

এসময় তিনি বলেন, ঈদের ছুটিতে ঢাকা শহরে চুরি ও ডাকাতি বন্ধে র‌্যাব টহল থাকবে।

মন্ত্রী বলেন, “ঈদে হাইওয়ে যাতে যানজট তৈরি না হয় সেজন্য হাইওয়ে পুলিশ ও আনসার দায়িত্ব পালন করবে। বিভিন্ন জায়গায় ওয়াচ টাওয়ার থাকবে।”

গামের্ন্টস কর্মীদের বেতন ভাতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিকেএমইএ ও বিজিএইএ যথাসময়ে তাদের বেতন ভাতা দিবে বলে নিশ্চিত করেছেন।

গার্মেন্টস কর্মীদের ছুটি পর্যায়ক্রমে দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে বলে মন্ত্রী জানান।

শিল্প কারখানা এলাকায় নাশকতা বন্ধে গোয়েন্দা নজরদারি থাকবে বলেও স্বরাষ্ট্রমন্ত্রী এসময় জানান।

   

About

Popular Links

x