Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

খুলনার ৩ হাসপাতালে ১৭ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় খুমেকের পিসিআর মেশিনে মোট ৪৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়, এর মধ্যে ২৩৬ জনের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে

আপডেট : ২৭ জুন ২০২১, ১০:২১ এএম

খুলনার ৩টি হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১২ জন করোনা পজিটিভ ও ৩ জন উপসর্গের রোগী। খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল করোনা ইউনিটে মৃত্যু ১২ জনের ৯ জন করোনা পজিটিভ ও ৩ জন উপসর্গের রোগী। অন্যদিকে, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ৩ জনই কোভিড পজিটিভ। 

রবিবার (২৭ জুন) সকালে খুমেক হাসপাতাল করোনা ইউনিটের মুখপাত্র ডা সুহাস রঞ্জন হালদার জানান, ২৭ জুন সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে ১৬০ জন করোনা পজিটিভ ও উপসর্গ রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে রেড জোনে ৯৬ জন, ইয়োলো জোনে ২৫ জন, এইচডিইউতে ২০ জন ও আইসিইউতে ১৯ জন রয়েছেন। গত ২৪ ঘন্টায় এখানে ভর্তি হয়েছেন ৪৩ জন আর ছাড়পত্র নিয়েছেন ৩৯ জন। এ সময়ের মধ্যে মারা গেছেন ১২ জন। এর মধ্যে ৯ জন কোভিড পজিটিভ।

বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ডা গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালটিতে ২৭ জুন সকাল সাড়ে ৮টা পর্যন্ত ৮৮ জন পজিটিভ ভর্তি রয়েছেন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ১৯ জন আর ছাড়পত্র নিয়েছেন ২২ জন। এ সময়ের মধ্যে মারা গেছেন ৩ জন। 

এরা হলেন, খুলনা মহানগরীর নেভিগট এলাকার শামসুল আলম (৬৩), সাতক্ষীরার পলাশপুরের আব্দুস সামাদ (৭৫) ও নড়াইলের মুরলী এলাকার ঝর্ণা বেগম (৫৬)। গত ২৪ ঘন্টায় ২৫ নমুনা পরীক্ষায় ১৯ পজিটিভ শনাক্ত হয়েছে।

খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৩৬ জনের কোভিড শনাক্ত হয়েছে। যা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৯.৫৭%। এর আগে শুক্রবার খুমেক ল্যাবে শনাক্তের হার ছিলো ৩৭.৯০%, বৃহস্পতিবার ছিলো ৫১.৫৫%, বুধবার ছিলো ৩৪%, মঙ্গলবার ছিলো ৪০%, আর সোমবার ছিলো ৩১%।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, খুমেকের পিসিআর মেশিনে মোট ৪৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৩৬ জনের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনার ২০১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১২৯ জনের শরীরে কোভিড শনাক্ত হয়েছে। এছাড়া বাগেরহাটে ৯৩ জন, যশোরে ৮ জন, সাতক্ষীরায় ৩ জন, নড়াইলের ১ জন, পিরোজপুরের ১ জন ও ঝিনাইদহের ১ জন রয়েছেন।

About

Popular Links