Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যুর নতুন রেকর্ড

জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন

আপডেট : ২৭ জুন ২০২১, ১২:০৫ পিএম

ঠাকুরগাঁওয়ে কোভিডে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে। আক্রান্ত হওয়ার সংখ্যা দিন দিন বৃদ্ধির পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়ছে এ সীমান্তবর্তী জেলায়। 

জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, শনিবার (২৬ জুন) পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় রেকর্ড ৫ জনের মৃত্যু হয়েছে, এর আগে ১১ জুন সর্বোচ্চ ৪ জনের মৃত্যু হয় জেলাটিতে।

মৃতদের মধ্যে সদর উপজেলায় রয়েছেন ৮০ বছর বয়সী একজন পুরুষ, রাণীশংকৈল উপজেলায় ৬৬ ও ৭০ বছর বয়সী দুইজন পুরুষ, পীরগঞ্জ উপজেলায় ৪৮ বছর বয়সী একজন পুরুষ ও বালিয়াডাঙ্গীতে রয়েছেন ৩৫ বছর বয়সী এক যুবক। এ নিয়ে জেলায় কোভিড আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাড়াল ৭২ জনে।

এছাড়াও গত ২৪ ঘন্টায় ২৬৫ জনের নমুনা সংগ্রহ করে তা বিভিন্ন পরীক্ষাগারে পরীক্ষা করে ১২০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। নতুন আক্রান্তদের মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় রয়েছেন সর্বোচ্চ ৫৬ জন, রানীশংকৈলে ১৭ জন, বালিয়াডাঙ্গীতে ২৪ জন, পীরগঞ্জে ০৯ জন এবং হরিপুরে ১৪ জন। এ নিয়ে জেলায় কোভিডে আক্রান্তের সংখ্যা দাড়াল ২৯৬৯ জন, যাদের মধ্যে ১৭২২ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

   

About

Popular Links

x