২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ আবারও স্থগিত ঘোষনা করেছে শিক্ষা মন্ত্রণালয়। রবিবার (২৭ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর আগে কয়েক দফায় ফরম পূরণের তারিখ পেছানোর পর সর্বশেষ আগামী ২৯ জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে ফরম পূরণের কথা জানিয়েছিল শিক্ষা বোর্ড। তবে সাম্প্রতিক সময়ে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শিক্ষা মন্ত্রণালয় তা পুনরায় স্থগিত করেছে। নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।