Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

মগবাজারে ভয়বাহ বিস্ফোরণ: নিহত ৭ , আহত ৫০

আহত প্রায় ৫০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে

আপডেট : ২৭ জুন ২০২১, ০৮:৫৫ পিএম

রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটছে। এ ঘটনায় কমপক্ষে সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও আহত প্রায় ৫০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

রোববার (২৭ জুন) সন্ধ্যার পর ওয়্যারলেস এলাকায় ফ্যাশন ব্র্যান্ড আড়ংয়ের শোরুমের বিপরীতে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে স্থানীয়সূত্র, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে কথা বলে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। 

ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। ভবনের ভেতরে এখনও বেশ কিছু মানুষ আটকে রয়েছে বলে প্রতক্ষ্যদর্শীদের কয়েকজন জানিয়েছেন।

সন্ধ্যা সাড়ে ৭টার কিছুক্ষণ পরই এলাকাটি বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে বলে স্থানীয়রা জানায়।

৭৯ নম্বর আউটার সার্কুলার রোডের পুরনো একটি তিনতলা ভবন ধসে পড়েছে।

ওই ভবনের নিচতলায় সিঙ্গারের বিক্রয় কেন্দ্র ও খাবারের দোকান শর্মা হাউজ ছিল, যা পুরোপুরি ধসে গেছে।

সড়কের পাশের ওই ভবনের বিপরীত দিকের আড়ংসহ আশপাশের ডজনখানেক ভবনের কাচ চৌচির হয়ে রাস্তায় পড়েছে।

বিস্ফোরণে পথচারী, গাড়িতে থাকা অনেকেই আহত হয়েছেন। বিস্ফোরণের শব্দে সড়কে থাকা গাড়ির গ্লাস ভেঙে গেছে।

   

About

Popular Links

x