করোনাভাইরাসের রোগীদের চিকিৎসা সেবায় বিনামূল্যে ভ্রাম্যমাণ অক্সিজেন ব্যাংক সেবা চালু করেছে ফরিদপুর জেলা পুলিশ। জরুরি অক্সিজেন চেয়ে ফোন পেলে সেখানে পৌঁছে যাচ্ছে এই অক্সিজেন ব্যাংক।
“পাশে আছি আমরা, জেলা পুলিশ ফরিদপুর” এ স্লোগান নিয়ে চলছে এই সেবা কার্যক্রম। এর তদারকি করছেন পুলিশ লাইন্সের রিজার্ভ অফিসার (আরআই) আনোয়ার হোসেন। তাকে সহযোগিতা করছেন পুলিশ লাইন্স হাসপাতালের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মো. শাহজাহান।
০১৩২০০৯৮২৯৮ নম্বরে ফোন করলেই সর্বসাধারণকে সেবা প্রদানের লক্ষ্যে ফরিদপুর জেলা পুলিশের ভ্রাম্যমাণ অক্সিজেন ব্যাংক বিনামূল্যে অক্সিজেন সেবা দিতে দ্রুত হাজির হচ্ছে।
শহরের গুহলক্ষীপুর মহল্লার ধোপাবাড়ি সড়কের বাসিন্দা আব্দুস সাত্তারের স্ত্রী শ্বাসের রোগী তাহেরা বেগমসহ (৬৫) এ পর্যন্ত প্রায় ১০ জন রোগীকে এ সেবা দেওয়া হয়েছে।
ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আলিমুজ্জামান বলেন, “জেলায় করোনা পরিস্থিতির প্রতিনিয়ত অবনতি ঘটছে। এ অবস্থায় অক্সিজেনের চাহিদা অনেক বেড়েছে। হাসপাতালে রোগীদের চিকিৎসার পাশাপাশি পুলিশের উদ্যোগে ভ্রাম্যমাণ অক্সিজেন ব্যাংক চালু করা হয়েছে। আমরা হাসপাতালের পাশাপাশি রোগীদের অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করতে চাই।”
ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) অতুল সরকার বলেন, “লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসন, পুলিশ, র্যাবসহ সংশ্লিষ্ট বিভাগগুলো একযোগে মাঠে কাজ করছে। সবাইকে আরও সচেতন হতে হবে। লকডাউনের সময় কারও যদি কোনো সাহায্যের দরকার হয় প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করা হচ্ছে।”