Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

সাঈদ খোকন ও তার পরিবারের তিন সদস্যের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দিয়েছেন

আপডেট : ২৮ জুন ২০২১, ০৫:৩৯ পিএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের ব্যবসা প্রতিষ্ঠানসহ তার স্ত্রী ফারহানা আলম, মা ফাতেমা হানিফ ও বোন শাহানা হানিফের মোট আটটি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে আদালত। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালত গতকাল রবিবার এ আদেশ দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

দুদকের তদন্ত কর্মকর্তা জালাল উদ্দিন আহমেদ তার আবেদনে বলেন, ঐ ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক বিপুল পরিমাণ অর্থ লেনদেন করা হয়েছে। অভিযোগটি সুষ্ঠু তদন্তের প্রয়োজনে ব্যাংক হিসাবগুলো থেকে যেন অর্থ উত্তোলন, স্থানান্তর বা হস্তান্তর করা না যায়, সে বিষয়টি নিশ্চিত করতে ব্যাংক হিসাবগুলো জরুরি ভিত্তিতে অবরুদ্ধ করা প্রয়োজন।

যে আটটি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যে সাঈদ খোকনের ব্যবসা প্রতিষ্ঠানের ৩টি অ্যাকাউন্ট রয়েছে। এছাড়া, তার মা ফাতেমা হানিফের একটি, বোন শাহানা হানিফের দুটি ও স্ত্রী ফারহানা আলমের দুটি অ্যাকাউন্ট রয়েছে।

   

About

Popular Links

x