Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

দেশে কোভিড আক্রান্ত ৯ লাখ ছাড়াল

নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২৩.৯৭%

আপডেট : ২৯ জুন ২০২১, ০৫:৪৬ পিএম

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস শনাক্ত হেয়েছে আরও ৭,৬৬৬ জনের শরীরে। ফলে কোভিড আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯ লাখ। অন্যদিকে, একইসময়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ১১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ১৪,৩৮৮ জনের।

মঙ্গলবার (২৮ জুন) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩১,৯৮২টি। শনাক্তের হার ২৩.৯৭%। মৃতদের মধ্যে ৬৭ জন পুরুষ এবং ৪৫ জন নারী। নতুন করে এ ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৪,০২৭ জন। মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ১১ হাজার ৭০০ জন। সুস্থতার হার ৮৯.৭৫%। মৃত্যুর হার ১.৫৯%।

বিশ্ব পরিস্থিতি

করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্ত ও মৃত্যু অব্যাহত রয়েছে। টিকাদান কার্যক্রম জোরদার করা হলেও, বেশকিছু দেশে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ১৮ কোটি ১৩ লাখ ৮৮ হাজার ২১০ জনে দাঁড়িয়েছে।

এছাড়া একই সময়ে মোট মৃতের সংখ্যা ৩৯ লাখ ২৮ হাজার ৮০৪ জনে দাঁড়িয়েছে।

বিশ্বে এ পর্যন্ত প্রায় ২৯৬ কোটি ৬২ লাখ ৪১ হাজার ৬৪৪ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।


   

About

Popular Links

x