Friday, May 24, 2024

সেকশন

English
Dhaka Tribune

আগামী সপ্তাহে দেশে আসছে মডার্নার ২৫ লাখ ভ্যাকসিন

মঙ্গলবার (২৯ জুন) থেকে ভ্যাকসিন পাঠানোর এ কার্যক্রম শুরু করেছে যুক্তরাষ্ট্র

আপডেট : ২৯ জুন ২০২১, ০৯:১২ পিএম

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু ক্রমেই বেড়ে চলেছে। উদ্ভূত এ পরিস্থিতিতে বাংলাদেশকে মডার্নার ২৫ লাখ কোভিড ভ্যাকসিন পাঠানো শুরু করেছে যুক্তরাষ্ট্র। 

হোয়াইট হাউজ কর্মকর্তাদের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মঙ্গলবার (২৯ জুন) থেকে ভ্যাকসিন পাঠানোর এ কার্যক্রম শুরু করেছে দেশটি। আগামী সপ্তাহের মধ্যেই ভ্যাকসিনগুলো দেশে পৌঁছুনোর কথা রয়েছে।

গত শুক্রবার ৬ হাজারের বেশি মানুষের দেহে এ ভাইরাস শনাক্ত হয়। টানা তিনদিন ধরে করোনাভাইরাসে দেশে শতাধিক মৃত্যু  ও ৬ হাজারের ওপর শনাক্ত প্রত্যক্ষ করা হচ্ছে। ভারতের সীমান্ত সংলগ্ন জেলা খুলনা ও রাজশাহীতে সংক্রমণ ক্রমশ বাড়ছে। এরফলে জেলাগুলোর হাসপাতালগুলোতেও জায়গা পাচ্ছে না রোগীরা, এজন্য দেশটির আর্জেন্ট তালিকায় স্থান পেয়েছে যুক্তরাষ্ট্র, এমনটিও ওই প্রতিবেদনে বলা হয়েছে।

এ প্রসঙ্গে, হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানান, দেশটিতে (বাংলাদেশ) প্রতি সপ্তাহে ৫৫% করে সংক্রমণ বাড়ছে। ভারতীয় ধরন বেড়ে যাওয়ার কারণেই এ সংক্রমণ বেড়ে যাচ্ছে বলেও জানান। 

এর আগে, কোভিড-১৯ এর বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধতে যুক্তরাষ্ট্রকে ভ্যাকসিনকে “অস্ত্র” হিসেবে উল্লেখ করেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। এরই প্রেক্ষিতে বাংলাদেশে এ ভ্যাকসিন পাঠানো হচ্ছে বলেই ধারণা বিশেষজ্ঞদের।

প্রসঙ্গত, সোমবার থেকে কোভিড-১৯ সংক্রমণরোধে দেশব্যাপী শুরু হয়েছে কঠোর লকডাউন।About

Popular Links