Saturday, June 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস: খুলনার ৩ হাসপাতালে আরও ১৩ জনের মৃত্যু

গত ২৪ ঘন্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৬৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৬.৭৪ শতাংশ

আপডেট : ৩০ জুন ২০২১, ১০:২৪ এএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনার ৩টি হাসপাতালে গত ২৪ ঘন্টায় ১৩ জন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল করোনা ইউনিটে ২ জন, খুলনা জেনারেল হাসপাতাল করোনা ইউনিটে ৩ জন এবং গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন মারা যান।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল করোনা ইউনিটের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, ৩০ জুন সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ২০১ জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘন্টায় এখানে ভর্তি হয়েছেন ৪৬ জন।

খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘন্টায় এখানে ভর্তি হয়েছেন ১৮ জন। মোট ভর্তি রয়েছেন ৬৫ জন।

বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় এখানে ২১ জন পজেটিভ রোগী ভর্তি হয়েছেন। মোট ভর্তি রয়েছেন ৮৫ জন।

গত ২৪ ঘন্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেল পিসিআর ল্যাবে ২৬৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৬.৭৪ শতাংশ।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, খুমেকের পিসিআর মেশিনে মোট ৫৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৬৫ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনার ৪৮২ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ২৩৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বাগেরহাটে ১৩ জন, যশোরে ৬ জন, সাতক্ষীরার ৩ জন, নড়াইলের ১ জন, পিরোজপুরের ১ জন ও গোপালগঞ্জের ১ জন রয়েছে।

About

Popular Links