Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

বগুড়ায় করোনাভাইরাসে ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু

একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে আরও ১২৭ জন

আপডেট : ৩০ জুন ২০২১, ০৭:২৪ পিএম

বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় নতুন করে আরও ৮ জন মারা গেছেন। একই সময়ে  ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে আরও ১২৭ জন।

বুধবার (৩০ জুন)  বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।

মৃতরা হলেন- বগুড়া সদরের নূর বানু (৪৫), সুরেশ চন্দ্র (৬৫), অতুল দেবনাথ (৬০), শাহনাজ পারভীন (৪০), গৌর চরণ (৬৭), নাটোরের হেলাল হোসেন (৫৮) ও নওগাঁর আলতাফ হোসেন (৫৫)। এরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানা গেছে, বুধবার (৩০ জুন) দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় বগুড়া ৩৩৯ জনের নমুনা পরীক্ষা করে ১২৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ৭৮ জন, আদমদীঘিতে ১৩ জন, দুপচাঁচিয়ায় ১০ জন, গাবতলীতে ৭ জন, শিবগঞ্জে ৬ জন, সারিয়াকান্দিতে ৫ জন, শাজাহানপুরে ৫ জন, নন্দীগ্রামে ২ জন এবং শেরপুরে ১ জন। 

জেলায় শনাক্তের হার ৩৭ দশমিক ৭৯। একই সময়ে সুস্থ হয়েছেন ৬১ জন। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৭৩৯ জন। 

সুস্থ হয়েছেন, ১২ হাজার ৬১২ জন। মোট মারা গেছে ৩৯৪ জন। এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন, ৮৩৩ জন।

About

Popular Links