Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস: দেশে একদিনে সর্বোচ্চ ১৪৩ মৃত্যু

একইসময়ে দেশে নতুন করে শনাক্ত হয়েছেন ৮,৩০১ জন

আপডেট : ০১ জুলাই ২০২১, ০৬:১৯ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু হল ১৪,৬৩৯ জনের। একইসময়ে এ ভাইরাসে আরও ৮,৩০১ জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে মোট শনাক্ত ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে বুধবার  স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ভাইরাসে একদিনে ১১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৮ হাজার ৮২২ জন আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩২ হাজার ৫৫টি। মৃতদের মধ্যে ৯০ জন পুরুষ এবং ৫৩ জন নারী।

নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৬৩ জন। মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ২০ হাজার ৯১৩ জন। সুস্থতার হার ৮৯.০৮ শতাংশ। মৃত্যুর হার ১.৫৯ শতাংশ।

About

Popular Links