Saturday, May 18, 2024

সেকশন

English
Dhaka Tribune

আজও শতাধিক মৃত্যু, শনাক্তের হার ২৮.২৭%

এ নিয়ে টানা ষষ্ঠদিনের মতো শতাধিক মৃত্যু দেখলো

আপডেট : ০২ জুলাই ২০২১, ০৬:২৯ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩২ মৃত্যু হয়েছে। একইসময়ে শনাক্ত হয়েছেন ৮,৪৮৩ জন। ফলে দেশে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৭৭৮ জনের। অন্যদিকে, এ ভাইরাস সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ৯ লাখ ৩০ হাজার ৪২। 

শুক্রবার (২ জুলাই) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪,৫০৯ জন। ফলে দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ২৫ হাজার ৪২২ জন।

প্রাণঘাতী এ ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে বৃহস্পতিবার থেকে সারা দেশে শুরু হয়েছে লকডাউনের বিধিনিষেধ। বৃহস্পতিবার সারা দিনে নমুনা পরীক্ষা হয়েছে ৩০ হাজারের বেশি, তাতে শনাক্তের হার বেড়ে ২৮.২৭% দাঁড়িয়েছে।


About

Popular Links