Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস: খুলনা বিভাগে ২৪ ঘন্টায় ৩২ জনের মৃত্যু

নতুন করে ৫৩৯ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে

আপডেট : ০৩ জুলাই ২০২১, ০৪:২০ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে ২৪ ঘন্টায় ৩২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৫৩৯ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ১১ জন, যশোরে ৮ জন, কুষ্টিয়ায় ৫ জন, ঝিনাইদহে ৩ জন, চুয়াডাঙ্গায় ২ জন, নড়াইলে ২ জন ও মেহেরপুরে ১ জন মারা গেছেন। করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে শনিবার (৩ জুলাই) সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫৯ হাজার ২৬০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৬৮ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ হাজার ৬৫২ জন।

উল্লেখ্য, এর আগে গত ১ জুলাই সর্বোচ্চ ৩৫ জন মৃত্যু ও ১২৪৫ জন শনাক্ত হয়। এছাড়া ২৩ ও ২৯ জুন সর্বোচ্চ ৩২ জনের মৃত্যু হয়েছিল।

About

Popular Links