ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬ জন কোভিড শনাক্ত হয়ে এবং ৫ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শনিবার (৩ জুলাই) সকাল ৮ টা থেকে রবিবার (৪ জুলাই) সকাল ৮ টা পর্যন্ত মমেক হাসপাতালের করোনা ইউনিটে কোভিড আক্রান্ত হয়ে ময়মনসিংহ জেলার ৮জন, জামালপুরের একজন, গাজীপুরের একজন, টাঙ্গাইলের একজন।
এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ৭১৭ জনের নমুনা পরীক্ষা করে ১৮৪ জনের করোনার উপস্থিতি পাওয়া গেছে। জেলায় শনাক্তের হার ২৫.৬৬%।