Thursday, May 30, 2024

সেকশন

English
Dhaka Tribune

খুলনার ৪ হাসপাতালে ১৭ মৃত্যু

খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪১.২১%

আপডেট : ০৬ জুলাই ২০২১, ১০:৫৫ এএম

খুলনার সরকারি-বেসরকারি ৪টি হাসপাতাল করোনা ইউনিটে ১৭ জন মারা গেছেন। এর মধ্যে ১৩ জন কোভিড পজিটিভ ও ৪ জন করোনা উপসর্গের রোগী ছিলেন। মঙ্গলবার (৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের।          

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল করোনা ইউনিট মুখপাত্র ডা সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘন্টায় এখানে ভর্তি হয়েছেন ৩৩ জন। ছাড়পত্র নিয়েছেন ৪০ জন। মারা গেছেন ৮ জন। এর মধ্যে ৪ জন কোভিড পজিটিভ ও ৪ জন কোভিড উপসর্গের রোগী ছিলেন। বর্তমানে এখানে ২০০ বেডে চিকিৎসা নিচ্ছেন ১৮০ জন। এর মধ্যে রেড জোনে কোভিড পজিটিভ ১০৯ জন, ইয়োলো জোনে এ ভাইরাসের উপসর্গের ৫১ জন, আইসিইউতে ২০ জন ও এইচডিইউতে ২০ রয়েছেন।

খুলনার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ডা. গাজী মিজানুর রহমান বলেন, “এখানে বেড ১২০ থেকে ১৫০ এ উন্নীত করা হয়েছে। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৩৬ জন। ছাড়পত্র নিয়েছেন ১৭ জন। মারা গেছেন ৪ জন। এ সময়ে ৬২ জনের নমুনা পরীক্ষায় ৪৮ জন পজিটিভ শনাক্ত হয়। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৩৪ জন। আইসিইউতে ৯ জমা ও এইচডিইউতে ১১ জন।”

খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল করোনা ইউনিট মুখপাত্র ডা কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘন্টায় এখানে ভর্তি হয়েছেন ২৪ জন। ছাড়পত্র নিয়েছেন ১৩ জন। মারা গেছেন ৫ জন। বর্তমানে ৮০টি বেডের এ ইউনিটে চিকিৎসাধীন আছেন ৭০ জন পুরুষ ৩৬ ও মহিলা ৩৪ জন। 

খুলনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল করোনা ইউনিট মুখপাত্র ডা প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, গত ২৪ ঘন্টায় এখানে ভর্তি হয়েছেন ৭ জন। ছাড়পত্র নিয়েছেন ২ জন। কেউই মারা যায়নি। বর্তমানে এখানের ৪৫ বেডে চিকিৎসা নিচ্ছেন ৪৫ জন।

খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৭৫ জনের কোভিড শনাক্ত হয়েছে। যা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪১.২১%।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, খুমেকের পিসিআর মেশিনে ১৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭৫ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনার ৯১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৫০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বাগেরহাটে ২৩ জন, যশোরে ১ জন ও ঝিনাইদহের ১ জন রয়েছে।

About

Popular Links