চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জন কোভিড পজিটিভ ছিলেন এবং বাকি ১০ জন উপসর্গ নিয়ে মারা গেছেন বলে নিশ্চিত করেছে সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান।
মৃতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর গ্রামের শুকুর আলী (৬০), সদর উপজেলার দোস্ত গ্রামের ফজের আলীর স্ত্রী জামেলা খাতুন (৫৫) ও চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি আলমগীর হোসেন (৬৬)।
এছাড়া করোনাভাইরাস উপসর্গ নিয়ে সদর উপজেলার নুহু নবী (২৫), দামুড়হুদা উপজেলার নূর জাহান (৫০), আলমডাঙ্গা উপজেলার আমিরন নেছা, জীবননগর উপজেলার সিরাজুল ইসলাম, মফিজুল, আজিম উদ্দিন (৬৫), করিম উদ্দিন (৬৫), চামেলি খাতুন (৪০) এবং দামুড়হুদা উপজেলার আনসার আলী (৬৫) মারা গেছেন।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় ৩৯৩ জনের নমুনা পরীক্ষা করে আরও ১৪০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে সদরে ৪৪ জন, আলমডাঙ্গায় ২১ জন, দামুড়হুদায় ১৮ জন এবং জীবননগরে ৫৭ জন। এ পর্যন্ত চুয়াডাঙ্গায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৯৪৫ জন। মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৩৪৬ জন। মারা গেছে ১১৭ জন।