করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে ২৩৪ জনের দেহে।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, “লকডাউনের মধ্যেও স্বাস্থ্যবিধি না মেনে রাস্তাঘাটে চলাচল করছেন মানুষ। এতে সংক্রমণের ঝুঁকি বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় মৃত ১১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন কুষ্টিয়া ও ১ জন চুয়াডাঙ্গা জেলার।”
তিনি জানান, গত ২৪ ঘন্টায় ৮০১ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে শনাক্ত হয়েছে ২৩৪ জনের। জেলায় এখন পর্যন্ত সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৩ হাজার ১২৭ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৫২ জন ও বাসায় রয়েছেন ২ হাজার ৮৭৫ জন।