Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

সন্তানকে পাশে রেখে ট্রেনের নিচে মায়ের ঝাঁপ

ঘটনাস্থলে উপস্থিত ছেলে মিরাজ (৭) জানায়, পরিবারের লোকজনের সঙ্গে ঝগড়া করে তাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসেন মা মরিয়ম।

আপডেট : ০৮ অক্টোবর ২০১৮, ১০:৩০ পিএম

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় শিশু সন্তানকে পাশে রেখে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে এক মা আত্মহত্যা করেছেন। আজ সোমবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার ফারাকপুর লেভেল ক্রসিংয়ের কাছে এ ঘটনা ঘটে।

নিহত  ওই নারীর নাম মরিয়ম (৪০)। তিনি উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুরের নূর ইসলামের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছেলেকে নিয়ে ঘটনাস্থলে অপেক্ষা করছিলেন মরিয়ম। কলকাতা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন সেখানে পৌঁছালে ছেলেকে সরিয়ে দিয়ে ঝাঁপিয়ে পড়েন তিনি।

ঘটনাস্থলে উপস্থিত ছেলে মিরাজ (৭) জানায়, পরিবারের লোকজনের সঙ্গে ঝগড়া করে তাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসেন মা মরিয়ম।

ভেড়ামারার স্টেশন মাস্টার মোজাফফর হোসেন জানান, মৈত্রী ট্রেনটি দুপুর ১২টা ৪৫ মিনিটে ভেড়ামারা রেলস্টেশন অতিক্রম করে ঢাকায় যাচ্ছিল। তখন ট্রেনটির নিচে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়।

   

About

Popular Links

x