Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

খুলনা বিভাগে আবারও বাড়লো মৃত্যু

এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৭১,৫৫০ জন

আপডেট : ১১ জুলাই ২০২১, ০১:৩৭ পিএম

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৬০ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে এ ভাইরাসটি শনাক্ত হয়েছে ১,৫৯১ জনের শরীরে। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের  সংখ্যা ৭১ হাজার ছাড়ালো। এর আগে ১০ জুলাই ৪৬ জনের মৃত্যু হয়েছিল। গত ৯ জুলাই বিভাগে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়।

রবিবার (১১ জুলাই) খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় ১৩ জন, নড়াইলে ৭ জন, যশোর ও চুয়াডাঙ্গায় ৬ জন করে, মেহেরপুরে ৫ জন, মাগুরা ৪ জন, ঝিনাইদহে ৩ জন ও বাগেরহাটে দুজন মারা গেছেন।

প্রসঙ্গত, গত বছর ১৯ মার্চ খুলনা বিভাগের মধ্যে প্রথম কোভিড রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায়। কোভিড সংক্রমণের শুরু থেকে রবিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৭১,৫৫০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১,৫৯৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬,২৯৯ জন।

About

Popular Links