Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

কাল সিনোফার্ম, মঙ্গলবার থেকে মডার্নার টিকা প্রয়োগ শুরু

স্বাস্থ্য অধিদফতরের টিকা কর্মসূচির পরিচালক অধ্যাপক ডা. শামসুল হক এ তথ্য জানিয়েছেন

আপডেট : ১১ জুলাই ২০২১, ০৬:১৬ পিএম

আগামীকাল সোমবার (১২ জুলাই) থেকে চীনের সিনোফার্মের টিকা সারাদেশের জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে প্রয়োগ করা শুরু হবে। পরদিন মঙ্গলবার (১৩ জুলাই) থেকে সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে মডার্নার টিকা দেওয়া শুরু হবে।

রবিবার (১১ জুলাই) নিয়মিত করোনা বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের টিকা কর্মসূচির পরিচালক অধ্যাপক ডা. শামসুল হক।

তিনি জানান, সারা দেশের টিকা কেন্দ্রগুলোতে আজকের মধ্যেই সিনোফার্মের টিকা পৌঁছে দেওয়া হবে। আর গতকাল (শনিবার) রাতের মধ্যেই সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে মডার্নার টিকা পৌঁছে দেওয়া হয়েছে। 

অধ্যাপক ডা. শামসুল হক বলেন, ”সারাদেশের সব জেলা এবং উপজেলায় আগামীকাল (সোমবার) থেকে সিনোফার্মের টিকা সাধারণ মানুষ নিতে পারবেন।  হাসপাতাল সংশ্লিষ্টদের টিকা দিতে আগেই আমরা সিনোফার্মের টিকা পাঠিয়েছিলাম। যেহেতু এখন গণ টিকা প্রয়োগ শুরু হচ্ছে তাই জেলা গুলোতে বরাদ্দ বাড়ানো হয়েছে।”

তিনি আরও বলেন, ”আমরা চারটি মেডিকেল কলেজ এবং তিনটি বিশেষায়িত হাসপাতালসহ ঢাকার মোট সাতটি কেন্দ্রে ফাইজারের টিকা কার্যক্রম চলবে। এটা শেষ হলে তারপর সেখানে মডার্নার টিকা কার্যক্রম চালু হবে।”

About

Popular Links