Thursday, May 30, 2024

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাসে দেশে আরও ২০৩ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১২ হাজার ১৯৮ জন

আপডেট : ১৩ জুলাই ২০২১, ০৫:২০ পিএম

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ২০৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১২ হাজার ১৯৮ জন।

এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬ হাজার ৮৪২ জন। আর মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ লাখ ৪৭ হাজার ১৫৫ জনে।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৩ হাজার ৬৩১ জনের। পরীক্ষা করা হয়েছে ৪১ হাজার ৭৫৫টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে ৬১ জন, খুলনায় ৫৩, চট্টগ্রামে ৩০, রাজশাহীতে ২৭, বরিশালে ৫, সিলেটে ৫, রংপুরে ১৫ এবং ময়মনসিংহে ৭ জন মারা গেছেন।

এদের মধ্যে ১৩২ জন পুরুষ এবং ৭১ জন নারী। ১৪ জন বাসায় মারা গেছেন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। 

এর আগে সোমবার (১২ জুলাই) ২২০ জনের মৃত্যু হয়। রবিবার (১১ জুলাই) মারা যান রেকর্ড ২৩০ জন। তার আগে শনিবার ১৮৫ জনের, শুক্রবার ২১২ ও বৃহস্পতিবার ১৯৯ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।

About

Popular Links