সিলেটের দক্ষিণ সুরমায় মঙ্গলবার (১৩ জুলাই) টিলা ধ্বসে সেলিনা বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই নারীর ছেলে তানবির আহমদ (১৪) গুরুতর আহত হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ(এসএমপি)-এর অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, লালাবাজার ফুলছি টিলাবাড়ি এলাকার বাবুল মিয়ার স্ত্রী সেলিনা তার ছেলেকে নিয়ে সুমন মিয়ার টিলায় মঙ্গলবার সকাল ১১টায় মাটি আনতে যান।
সাবল দিয়ে মাটি কাটার এক পর্যায়ে টিলার ওপর হতে মাটির বিশাল অংশ ধ্বসে পড়লে ঘটনাস্থলে মাটিচাপায় মারা যান সেলিনা। তার ছেলেকে গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার এস আই শিপলু চৌধুরীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।