বাংলাদেশকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ টিকা দিচ্ছে জাপান। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একথা জানিয়েছেন জাপানের রাষ্ট্রদূত নাওকি ইটো।
তিনি বলেন, “কোভিড মোকাবিলায় বাংলাদেশের পাশে রয়েছে জাপান। বাংলাদেশকে খুব শিগগিরই ২৯ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠানো হবে। বাংলাদেশের প্রায় ১৫ লাখ মানুষ অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নিয়েছে কিন্তু দ্বিতীয় ডোজ নিতে পারেনি। তাদের জন্য এই টিকা খুব কাজে আসবে।
সোমবার (১২ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, জাপান ২.৫ মিলিয়নের পরিবর্তে ২.৯ মিলিয়ন অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভ্যাক্সের মাধ্যমে দিচ্ছে।
এর আগে, পররাষ্ট্রমন্ত্রী তার বাসভবনে সাংবাদিকদের জানান, জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোটেগির সঙ্গে তার কথা হয়েছে। তিনি বাংলাদেশকে কোভ্যাক্সের আওতায় অ্যাস্ট্রাজেনেকার টিকা দেবেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, মঙ্গলবার (১৩ জুলাই) জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোটেগি ১৫টি দেশকে ১ কোটি ১০ লাখ টিকা কোভ্যাক্সের আওতায় দেওয়া হবে এমন ঘোষণার পর রাষ্ট্রদূত ওই টুইট করেন।