Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

সাতক্ষীরায় করোনাভাইরাস ও উপসর্গে এক দিনে ৯ জনের মৃত্যু

গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় কিছুটা কমেছে সংক্রমণের হার। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৪৯ শতাংশ

আপডেট : ১৪ জুলাই ২০২১, ০১:৩৯ পিএম

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় ১৩ জুলাই পর্যন্ত করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন ৪৪০ জন। পাশাপাশি আক্রান্ত শনাক্ত হয়ে মারা গেছেন ৭৯ জন।

গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় কিছুটা কমেছে সংক্রমণের হার। এ দিন সামেক হাসপাতালের পিসিআর ল্যাব ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩২৪টি নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। শনাক্তের হার ১০ দশমিক ৪৯ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ২০ দশমিক ৭৩ শতাংশ।

জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার জানান, এ পর্যন্ত সাতক্ষীরায় কোভিড রোগীর সংখ্যা চার হাজার ৬১১ জন। জেলায় সুস্থ হয়েছেন তিন  হাজার ৩৪৫ জন। বর্তমানে রোগী রয়েছেন এক হাজার ১৮৭ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩৭ জন। এদের মধ্যে সদর হাসপাতাল ও সামেক হাসপাতালে ২৮ জন ও বেসরকারি হাসপাতালে ৯ জন ভর্তি আছেন। হোম আইসোলেশনে আছেন এক হাজার ১৫০ জন। 

উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ৩৬৯ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি ২৫০ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি ১০৯ জন। সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩৯৬ জন।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৫ জন।

   

About

Popular Links

x