কোরবানির ঈদকে সামনে রেখে যাত্রীবাহী লঞ্চে মোটরসাইকেল বহন নিষিদ্ধ করেছে বাংলাদেশ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ঈদে ঘরমুখো মানুষের সুবিধার্থে মোটরসাইকেল বহন নিষিদ্ধ করেছে সংস্থাটি।
শুক্রবার (১৬ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ’র জনসংযোগ কর্মকর্তা মো. মিজানুর রহমান।
প্রসঙ্গত, কোরবানির ঈদকে সামনে রেখে করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে কঠোর বিধিনিষেধ শিথিল করেছে সরকার। এর ফলে গত ১৫ জুলাই থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চসহ যাত্রীবাহী নৌযান চলাচল শুরু হয়।
এর আগে লঞ্চে চলাচলের সময় ডেকে করা মার্কিং অনুযায়ী যাত্রীদের বসতে হবে বলে জানিয়েছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।