বাংলাদেশ নতুন করে চীনের কাছ থেকে সিনোফার্মের প্রস্তুতকৃত করোনার ২০ লাখ ডোজ টিকা পেতে যাচ্ছে। শনিবার (১৭ জুলাই) রাতেই সিনোফার্মের কাছ থেকে ক্রয়কৃত এসব টিকা বাংলাদেশে এসে পৌঁছানোর কথা রয়েছে।
শুক্রবার ঢাকায় চীনা দূতাবাসের উপ-প্রধান হুয়ালং ইয়ান জানান, দু’টি ফ্লাইটে টিকাগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছাবে। এছাড়া অতিরিক্ত ১০ লাখ ডোজ টিকা উপহার হিসেবে আসবে।
তিনি বলেন, “কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের উপহার স্বরূপ বাংলাদেশকে আরও ১০ লাখ টিকা উপহার দিচ্ছে চীন সরকার।”
বাংলাদেশ চীনের কাছ থেকে বাণিজ্যিক ক্রয় চুক্তির আওতায় ১.৫ কোটি ডোজ করোনার টিকা পাওয়ার কথা রয়েছে।