Wednesday, March 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

রবিবার গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

রবিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

আপডেট : ১৭ জুলাই ২০২১, ০৮:৩৬ পিএম

রবিবার (১৮ জুলাই) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর তেজকুনিপাড়া, তেজগাঁও রেলওয়ে স্টেশন সংলগ্ন বটতলা মসজিদ এলাকা ও তেজগাঁও বিজ্ঞান কলেজ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পাইপলাইনের তিনটি জায়গায় বাল্ব প্রতিস্থাপনের জন্য এসব এলাকার আবাসিক, শিল্প, বাণিজ্যিক, সিএনজিসহ সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এছাড়া ঈদ-উল-আযহায় কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দিয়েছে প্রতিষ্ঠানটি। দেশব্যাপী করোনাভাইরাস পরিস্থিতির অবনতি ঘটায় এই আদেশ জারি করেছে তারা।

আদেশে আরও বলা হয়, প্রতিষ্ঠানের সকল ডিভিশন, বিভাগ বা  শাখা প্রধানগণ কোন ছুটি মঞ্জুর করতে পারবেন না। পূর্বের ন্যায় শিফট ডিউটি অপরিবর্তিত থাকবে।

তিতাসের উপ-মহাব্যবস্থাপক মো. আবদুর রহিম স্বাক্ষরিত ওই আদেশে আগামী ২০ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত সাপ্তাহিক ও ঈদের ছুটিতে সবাইকে কর্মস্থলে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

   

About

Popular Links

x